উড়তে যদি পারতাম খুব ভাল হইত,
তোমারে আমি চিনতাম না ।
বারেবার বারবার ছুটি হইছে এইবার, ভাইবা
অন্য মাইনশে আসলে তো তুমি, তোমার
মন চুরি করতে চাইতাম না…
তবেতো !
হে গগন !
চাঁদ’টাকে তো প্রায়ই অর্ধেক খেয়ে ফেলো,
এই মস্ত রাত’টাকে কি গিলতে পারো ?
ও চন্দ্র !
জানি, অনেক অনেক তারায় ঘেরা থাকো ।
একটু আলো এইখানে কি দিতে পারো ?
হ হ হ হ 😬
তবেতো, “চাঁদের আলো” আমারই হয়া গেল…
Do you ?
Do you really feel like YOURSELF ?
Did you long for IT ?
Do you truly say what YOU wanted to ?
Have you overlooked each one of THOSE ?
There are TRILLIONS like you out there .
Try NOT TO BE stressed !
Simply don’t resemble THEM !
Do whatever your heart is treasuring “RIGHT NOW” !
Your SELFMADE hypocrisies will be
Eating your SOUL gradually !
DELETE the pretend button,
“O” God’s bestest CREATURE… !
মাঝে মাঝে রাত’কে আমরা কাছে ,
দেইনা আসতে । দিন থাকে আমাদের
অনেক দূরে ।। অবাক হয়ে চন্দ্র-সূর্য
ভেবে পায়না কি করে !! মাঝে মাঝে…
শেষ হয়না রাত । একটা একটা আলো নিভে ।
তারা’রা পারছেনা আর , জানায় খোলা মনের বিদায় !
এই হেলায়-খেলায় মত্ব তাদের জানালারা !
তসবিহ গোনা ঘর নিষ্পাপ শ্রান্ত হয়ে খোদার নামে ঘুম করে… ইবাদাত শেষ । সজাগ সব দুরাচারী’রা ।
দিনের ওঁনারা ব্যাস্ত এখন দুই কাঁধের দুইজন থাকে , দেখে – দেখে স্রষ্টার সৃষ্টি এরা কত্তভাবে কত্ত নদীতে ঝাপ মারে ৷।
তবে বিশ্বাস কর…
মনে চায়, রবি ঠাকুর – কবি নজরুল অথবা,
নির্মলেন্দু গুন সাহেব’দের থেকেও
সুন্দর – ভাল – মন জুড়ানো কিছু কথা তোমায়
এক্ষুনি অনেক অনেক লেখি !
পারিনা হায় ! তবে বিশ্বাস কর,
তাঁদের বলা কথার থেকেও অনেক ভাল
আর সুন্দর করে ভালবাসার স্বপ্ন আমি,
তোমাকে – আমাকে নিয়ে দেখি…
কর্কট শহর
তোমার “কর্কট শহর” তুমিই রাখো,
কাঁকড়া হয়ে আঁকড়ে থাকো ।।
অস্পষ্ট নিষ্প্রতিভ খন্ড খন্ড,
অসহ্য অস্ফুট তমসাচ্ছন্ন !
থাকলেও বুকের মাঝে ক্যান্সার ।
আমার জগতের ইহাই নিরবিচ্ছিন্ন আলো…
কে তুমি ?
তুমি তো সেদিন
ঘুমিয়ে ছিলে। শান্ত ছিল,
সব সব সব…
আবহ ছিল ঠিক
বৃষ্টি হওয়ার পরের মত !
পল্লী মাটির ঘ্রাণ ।। পেয়েছিলাম
এই ফর্মালিন যুক্ত শহরেই
শীতে যখন তুমি এক হাত মুঠি
করে জড়িয়ে ধরেছিলে ।
“আমার”
বলেছিলে, তুমি “নিষ্ঠুর”।
যাতে আতঙ্কিত আমি আগেও ছিলাম ।
তবুও অলৌকিকের আশা !
গল্পতেই যা হতেই পারে, সত্যতে না…
যাই হোক, তা তো আমারই ছিল।
তুমি কে ? হাহ….
OH G 0 D !
হইছে,
এত কিছু কইরাও কি পারসো
তুমি? রোধ করতে তোমার, নির্জনতা !
An
Ant’s utters & diminish grins…
O G0D OH G0D !
Thought “i” is the little
What’s more, forlorn ONE .
স্বর্গেও তুমি স্বর্গীয়, সত্য ।। ( আসলে মদ )
নরকে তুমিই নরকীয়, “মিথ্যা”
তুমি বিশাল, তুমি এক ও অদ্বিতীয় !
জানায়াতো দিছো !
HA HA HA HA !!
আসলে তুমি,
এই ক্ষুদ্র থেকেও নিঃস্বংগীয় !
ওই আলোতে আমি চলি,
নাকি ওই আলো আমায় চালায়?
অই হাসিতে আমি হাসি, নাকি
অই হাসি আমায় হাসায়…?
নিশী রাইতে জাইগা থাকার
এ কোন আজীব খেলা ?
তোর লগে এক মুহুর্তেই
দিল কয়, থাকি সহস্র বেলা !